
[ad_1]

স্কুল বন্ধুদের সাথে দেখা হলে মনে আলাদা শান্তি লাগে, আলাদা আনন্দ হয়, কথা যেন ফুরায় না, একেক জনের সেই কি কথা, সেই কি আলাপ। আমি সাধারণত এমন আড্ডা মিস করতে চাই না, এমন আড্ডা আমার ভাল লাগে, আমি অবশ্য তেমন কথা না বললেও ওদের কথা শুনি, আচরণ দেখি। আমার এতেই ভাল লাগে। যাই হোক, সেই দিনের ছবি গুলো দেখা যাক।












একেক জনের সেই কি আনন্দ। ছবি গুলো সেই কথা বলছে নিশ্চয়! এমন আড্ডার পরেই থাকে খাবার দাবার, মন্দ নয়! যে যা খেতে চাও। এবার ছিলো আমাদের জন্য কানাডিয়ান ডলার! হা হা হা, ফলে শুরুতে ছিল ব্লাক কফি, পরে ডিনার, সাথে সেভেন আপ! সাধাসিধা।





সিক্রেট রেসিপির খাবার ভাল তবে দাম অত্যাধিক বলেই মনে হয়, সার্ভিসে বেশি কথা বলে সবাই। আমাদের বয়সীরা বলা চলে অভিজ্ঞতায় ভরপুর, দেশ বিদেশে! অথচ হোটেল রেষ্টুরেন্টে খেতে গেলে ওরা মনে করে আমরা মনে হয় জীবনে হোটেলে প্রথম খেতে গিয়েছি! হা হা হা…। দুনিয়ার কর দেশ কত শহর দেখে ফেললাম, ওদের কে বুঝাবে!
সবাই ভাল থাকুন, আনন্দে কাটুক আপনাদের জীবন।
[ad_2]